এসকায়েফ ফার্মাসিউটিক্যালসে ক্যারিয়ার গড়ুন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/12/05/photo-1512456301.jpg)
এসকায়েফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ-এমআইএস পদে নিয়োগ দেবে। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে, সেটি উল্লেখ করা হয়নি।
পদের নাম
এক্সিকিউটিভ-এমআইএস
যোগ্যতা
প্রার্থীকে কম্পিউটার সায়েন্স অথবা সিএসই অথবা সমমানের স্নাতক উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে এক থেকে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির বয়সসীমা ২৮ বছর। পদটিতে পুরুষ ও নারী উভয়েই আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীর পূর্ণ জীবনবৃত্তান্ত career@skf.transcombd.com- এই ঠিকানায় ই-মেইল করতে হবে।
আবেদনের সময়সীমা
আগামী ১৪ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত আবেদন করা যাবে।
সূত্র : চাকরি ডটকম