ক্যারিয়ার গড়ুন বাংলাদেশ নৌবাহিনীতে

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। ২০১৯ ব্যাচে সিপাহি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উক্ত পদে মহিলা ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবে।
শাখার নাম
১। ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমান, বিজ্ঞান বিভাগে জিপিএ ৩.০০ (ন্যূনতম) এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম ‘এ’ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
২। মেডিক্যাল
শিক্ষাগত যোগ্যতা : জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান )/সমমান, জিপিএ ৩.০০ (ন্যূনতম)
৩। পেট্রলম্যান,রাইটার, স্টোর, কুক,স্টুয়ার্ড ও এমওডিসি (নৌ)
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমান, সব বিভাগে জিপিএ ৩.০০ (ন্যূনতম)
৪। টোপাস
শিক্ষাগত যোগ্যতা : ৫ম শ্রেণি পাস
শারীরিক যোগ্যাতা :
শাখা
সিম্যান
পেট্রলম্যান
অন্যান্য শাখা
এমওডিসি (নৌ)
উচ্চতা : ১৬৭.৫ সেন্টিমিটার মিটার (৫ ফুট ৬ ইঞ্চি)
বুকের মাপ : ৭৬ -৮১ সেন্টিমিটার (৩০-৩২ ইঞ্চি)
ওজন : বয়স ও উচ্চতা অনুযায়ী
দৃষ্টিশক্তি : ৬/৬
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
ভর্তির তারিখ ও স্থান : এসএমএসের মাধ্যমে জানানো হবে।
আবেদন নিয়ম
আবেদনকারী প্রার্থীগণকে www.joinnavy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজ এ অ্যাপ্লাই নাউ এ ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে।এ ছাড়া বিস্তারিত পত্রিকায় দেখুন। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাথে সাথে প্রার্থীগণকে আবেদনপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করে পত্রিকায় উল্লেখিত তারিখে নির্দিষ্ট কেন্দ্রে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকতে হবে।
জেলা ভেদে আবেদনের শেষ তারিখ : আগামী ১৫ সেপ্টেম্বর , ২০১৮ তারিখ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত
সূত্র : যুগান্তর,৮/৯/২০১৮