চাকরির সুযোগ ডেল্টা ফার্মাতে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2019/01/28/photo-1548661321.jpg)
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডেল্টা ফার্মা লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল প্রমোশন অফিসার’ পদে নিয়োগ দেবে। যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম
মেডিকেল প্রমোশন অফিসার।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর পাস হতে হবে। এইচএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকা আবশ্যক। তবে চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালী অঞ্চলের প্রার্থীরা বিজ্ঞান বিভাগ ব্যাকগ্রাউন্ড ছাড়াও আবেদন করতে পারবেন। পণ্য বিক্রয়ে আগ্রহ ও দক্ষতা এবং যেকোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে। আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। নির্বাচিত ব্যক্তিদের বাংলাদেশের বিভিন্ন বিভাগে নিয়োগ দেওয়া হবে।
বেতন-ভাতা
বেতন আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া
প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ জীবনবৃত্তান্ত ও অন্যান্য কাগজপত্র সঙ্গে নিয়ে নিম্নে উল্লিখিত ঠিকানায় ২, ৩ ও ৪ ফ্রেব্রুয়ারি, ২০১৯ তারিখে সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে মৌখিক পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে।
ঠিকানা : ডেল্টা ফার্মা লিমিটেড, হাউস-৫০১, রোড-৩৪, নিউ ডিওএইচএস, মহাখালী, ঢাকা-১২০৬।
আবেদনের শেষ তারিখ
মৌখিক পরীক্ষার শেষ তারিখ ৪ ফ্রেব্রুয়ারি, ২০১৯।
সূত্র : দৈনিক প্রথম আলো, ২৫ জানুয়ারি, ২০১৯।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে...