নিয়োগ দেবে ল্যাবএইড ফার্মা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2019/02/21/photo-1550756327.jpg)
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ল্যাবএইড ফার্মা। প্রতিষ্ঠানটিতে ‘এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম
এক্সিকিউটিভ(পিপিআইসি)।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসি বিষয়ে ন্যূনতম স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রাথীর পূর্ববর্তী কাজের এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সঙ্গে প্রার্থীর কম্পিউটার জ্ঞান এবং মাইক্রোসফট অফিসে কাজের দক্ষতা প্রয়োজন। পদটির জন্য যেকোনো বয়সের প্রার্থীরাই আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ঢাকার সাভারে নিয়োগ দেওয়া হবে।
বেতন স্কেল
বেতন আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের সদ্যতোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ জীবনবৃত্তান্ত ও অন্যান্য কাগজপত্র পাঠাতে হবে নিম্নোক্ত ঠিকানায়।
ঠিকানা : এইচআর অ্যান্ড অ্যাডমিন, ল্যাবএইড ফার্মাসিউটিক্যালস লিমিটেড, হাউস-১৩/এ, রোড-৩৫, গুলশান-২, ধাকা-১২১২।
আবেদনের শেষ তারিখ
পদটির জন্য ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তবে আগ্রহীরা আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র : জাগোজবস