ক্যারিয়ার গড়ুন টেলিভিশন চ্যানেলে

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাজী ফার্মস গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান দীপ্ত টেলিভিশন। প্রতিষ্ঠানটিতে ‘ব্রোডক্যাস্ট জার্নালিস্ট/সিনিয়র ব্রোডক্যাস্ট জার্নালিস্ট’ পদে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম
ব্রোডক্যাস্ট জার্নালিস্ট/সিনিয়র ব্রোডক্যাস্ট জার্নালিস্ট।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। প্রাথীর পাঁচ থেকে আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সঙ্গে প্রার্থীর মাইক্রোসফট অফিসে কাজের অভিজ্ঞতা আবশ্যক।
কর্মস্থল
চূড়ন্তভাবে নির্বাচিত প্রার্থীদের তেজগাঁও, ঢাকায় নিয়োগ দেওয়া হবে।
বেতন
বেতন আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের সদ্যতোলা দুই কপি রঙিন ছবিসহ পূর্ণজীবনবৃত্তান্ত ও অন্যান্য কাগজপত্র পাঠাতে হবে (jobs@deepto.tv) এই ঠিকানায়। প্রাথীরা চাইলে বিডিজবস অনলাইনের মাধ্যমেও আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা
পদটিতে আগামী ৯ সেপ্টেম্বর, ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র : বিডিজবস