এক্সিকিউটিভ নিয়োগ দিচ্ছে বেক্সিমকো ফার্মা
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
যোগ্যতা
যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ পদে। তবে প্রার্থীদের বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস হতে হবে। বয়স অনূর্ধ্ব-৩০ এবং বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করতে আগ্রহী প্রার্থীরা আবেদনের যোগ্য বিবেচিত হবেন। পাশাপাশি প্রয়োজন হবে ইংরেজি ও বাংলায় যোগাযোগ দক্ষতা।
আবেদন প্রক্রিয়া
প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ও দুই কপি ছবিসহ আগ্রহী প্রার্থীদের আগামী ১৬ ও ১৭ নভেম্বর-২০১৫ তারিখে ‘বাসা নম্বর-৬২, রোড নম্বর-৭/এ, ধানমণ্ডি আর/এ, ঢাকা-১২০৫’ ঠিকানায় উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
বিস্তারিত জানতে দৈনিক প্রথম আলো পত্রিকায় ১৪ নভেম্বর-২০১৫ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :