২২৬ জনকে নিয়োগ দেবে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো

বাংলাদেশ সরকারের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২২টি পদে ২২৬ জনকে নিয়োগ দেওয়া হবে।
পদগুলোর মধ্যে স্থায়ী রাজস্ব খাতে জনশক্তি জরিপ কর্মকর্তা পদে ২৪ জন, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে সাতজন, লাইব্রেরিয়ান পদে একজন, পরিসংখ্যান সহকারী পদে একজন, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে আটজন, ইউডিএ কাম অ্যাকাউন্ট্যান্ট পদে ১২ জন, ইউডিএ পদে ১৫ জন, ইউডিএ খাঞ্জারি পদে একজন, লঞ্চ ড্রাইভার পদে একজন, অফিস সহকারী কাম ক্যাশিয়ার পদে ১১ জন ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ৪১ জন নিয়োগ দেওয়া হবে।
এ ছাড়া ‘বিভিন্ন জেলায় ৩০টি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন প্রকল্পে’ অস্থায়ী রাজস্ব খাতে কম্পিউটার অপারেটর পদে ১৮ জন, লাইব্রেরিয়ান পদে নয়জন, কেয়ারটেকার পদে সাতজন, ড্রেসার পদে নয়জন, ক্যাশিয়ার পদে নয়জন, হোস্টেল সুপারিনটেনডেন্ট পদে নয়জন, ড্রাইভার পদে নয়জন ও স্কিল্ড ওয়ার্কার পদে ২৭ জনকে নিয়োগ দেওয়া হবে।
আগামী ২৪ জানুয়ারি-২০১৬ তারিখে আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব-৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা সন্তান, প্রতিবন্ধী ও এতিমখানা নিবাসীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে পারবেন ২৪ জানুয়ারি থেকে আগামী ২৩ ফেব্রুয়ারি-২০১৬ তারিখ পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা, বেতন ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে দ্য ডেইলি স্টার পত্রিকায় ২১ জানুয়ারি-২০১৬ তারিখে (পৃষ্ঠা-১১) প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :