আকর্ষণীয় পদে গ্রামীণফোনে নিয়োগ, অভিজ্ঞতা নিষ্প্রয়োজন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/02/18/photo-1455798143.jpg)
টেলিযোগাযোগ প্রতিষ্ঠানে উচ্চপদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে প্রার্থীদের শিক্ষাগতযোগ্যতা ও কর্মঅভিজ্ঞতা একটু বেশিই চাওয়া হয়। ফলে যারা নতুন কর্মজীবনে পা রাখতে চলেছেন তাঁরা উচ্চ শিক্ষা থাকা সত্ত্বেও অভিজ্ঞতার অভাবে হতাশ হন বারবার। এই অনভিজ্ঞ প্রার্থীদের জন্য আশার খবর নিয়ে এলো গ্রামীণফোন। সম্প্রতি ‘নেক্সট ডিজিটাল অপারেটর’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা। পদটিতে লাগবে না কোন অভিজ্ঞতা। দেখে নিন পদটি সম্পর্কে বিস্তারিত :
যোগ্যাতা
ব্যাবসায় প্রশাসন থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন ‘নেক্সট ডিজিটাল অপারেটর’ পদে। সম্পূর্ণ অনভিজ্ঞ প্রার্থীদের আবেদনের আহ্বান জানানো হয়েছে। তবে প্রার্থীদের উচ্চাকাঙ্ক্ষী এবং কর্মঠ হতে হবে। এ ছাড়া প্রার্থীদের ভবিষ্যৎ বাজার সম্পর্কে ধারণা এবং উচ্চ যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন লিংকডইন ডটকমের (www.linkedin.com/jobs2/view/104826136?trk=job_view_browse_map) মাধ্যমে। আবেদনের শেষ তারিখ ২৯ ফেব্রুয়ারি-২০১৬।
সূত্র : লিংকডইন