৮০০ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ‘সিনিয়র স্টাফ নার্স’ পদে ৮০০ কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ নিয়োগ দেওয়া হবে। এর বাইরে মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ১ শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ১ শতাংশ সংরক্ষিত থাকবে।
পদের নাম
সিনিয়র স্টাফ নার্স
পদসংখ্যা
৮০০।
শিক্ষাগত যোগ্যতা
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি (বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্টার্ড হতে হবে)।
আবেদনে বয়সসীমা
বয়স সর্বোচ্চ ৩২ বছর।
বেতন স্কেল
১৬০০০-৩৮৬৪০ টাকা।
আবেদন ফি
৫০০ টাকা।
আবেদনের শর্তাবলি
আবেদন করার সময় প্রার্থীদের সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, স্বাক্ষরের ছবি, আবেদন ফি জমার রসিদ ও প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গ সনদপত্র আপলোড করতে হবে। প্রাপ্ত ট্র্যাকিং নম্বর ও পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে, যা প্রবেশপত্র প্রিন্টসহ পরবর্তী প্রক্রিয়ায় প্রয়োজন হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ
১ সেপ্টেম্বর, ২০২৫।