চুয়াডাঙ্গায় বিজিবির সোর্সকে গুলি করে হত্যা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/12/29/download.jpg)
চুয়াডাঙ্গার দর্শনা থানার নাস্তিপুরে হযরত আলী (৫৫) নামের বিজিবির এক ‘সোর্স’কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা তাঁকে গুলি করে। গুলিবিদ্ধ হযরত আলীকে মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোটভাই মো. আলাউদ্দিনের দাবি, তাঁর ভাই বিজিবির সোর্স হিসেবে কাজ করতেন। যে কারণে চোরাকারবারীরা তাকে হত্যা করতে পারে।’
নিহত হযরতের ভাতিজা এনামুল কবীর বলেন, ‘এ ঘটনার তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করছি এবং দোষীদের শাস্তি দাবি করছি।’
জরুরি বিভাগের চিকিৎসক সোহরাব হোসেন জানান, রাত দেড়টার দিকে হাসপাতালে হযরত আলীকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৩টার দিকে মারা যান হযরত।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর জানান, অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।