আখাউড়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, দেবর আটক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/12/22/photo-1450770874.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ রোজিনা আক্তার ওই গ্রামের রকিব মিয়ার স্ত্রী। তাঁদের তিনটি সন্তান রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে রোজিনার দেবর কামালকে আটক করা হয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে রোজিনা আক্তারের সঙ্গে দেবর কামালের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে কামাল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রোজিনাকে আহত করে।
গুরুতর আহত রোজিনাকে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষষা করেন।
এ ঘটনার পর এলাকাবাসী কামালকে আটক করে পুলিশে দিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।