দুই ছেলেসহ করোনায় আক্রান্ত জুনায়েদ আহমেদ পলক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/01/05/polok.jpg)
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ছবি : সংগৃহীত
দুই ছেলেসহ করোনায় আক্রান্ত হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
ভেরিফায়েড ফেসবুক পেজে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এক পোস্টে নিজেদের করোনায় আক্রান্তের খবর জানান আইসিটি প্রতিমন্ত্রী।
ফেসবুক পোস্টে পলক লেখেন, ‘কিছুক্ষণ আগে কোভিড টেস্ট রিপোর্ট পেয়েছি। রিপোর্টে আমার, আমার বড় ছেলে অপূর্ব এবং মেজো ছেলে অর্জনের কোভিড পজিটিভ এসেছে। আমার পরিবারের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি। সকলেই স্বাস্থ্য বিধি মেনে চলুন। টিকা গ্রহণ করুন।
মহান আল্লাহ্ আমাদের সকলকে নিরাপদে রাখুন। আমিন।’