দৃশ্যমান কারচুপি না হলে জনগণের রায় মেনে নেব : তৈমূর
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/01/16/toiemur-khondokar_narangonj-5.jpg)
নাসিক নির্বাচনে ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তৈমূর আলম খন্দকার। ছবি : ফোকাস বাংলা
নির্বাচনে দৃশ্যমান কোনো কারচুপি না হলে জনগণের রায় মেনে নেবেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে লড়া হাতি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার।
আজ রোববার ভোটগ্রহণ শেষ হওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৈমূর আলম এ কথা বলেন।
এ সময় তৈমূর আলম বলেন, ‘সরকার বা নির্বাচন কমিশন দৃশ্যমান কোনো কারচুপি না করলে বা নির্বাচনে দৃশ্যমান কোনো কারচুপি না হয়ে থাকলে, জনগণের যেকোনো রায় মেনে নেব’।
স্বতন্ত্র এই প্রার্থী আরও বলেন, ‘গোলযোগ ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তবে, নির্বাচনে বিতর্কিত কিছু হয়েছে কিনা, সেটা দেখতে হবে। কারণ, ইভিএম-এ ভোটগ্রহণের বিষয়ে আমাদের শঙ্কা আছে।’