পৌর নির্বাচনে হারলে মাথায় আকাশ ভেঙে পড়বে না
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/12/26/photo-1451138641.jpg)
পৌর নির্বাচনে হেরে গেলে সরকারের মাথায় আকাশ ভেঙে পড়বে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বহুবার শুনেছি। জাতীয় নির্বাচনে কারচুপি হলে নির্বাচনের পর আন্দোলন হবে। সর্বাত্মক আন্দোলন হবে। সরকার বঙ্গোপসাগরে চলে যাবে। কই, ৫ জানুয়ারি জাতীয় নির্বাচন গেল, নির্বাচনের পর তো আন্দোলন দেখলাম না।
মন্ত্রী ব্যঙ্গ করে বলেন, ‘এই বছর না ওই বছর, আন্দোলন হবে কোন বছর? তাদের উপজেলা নির্বাচনে কারচুপি সর্বাত্মক আন্দোলন হবে সারা বাংলায়। কেউ আন্দোলন দেখেছেন? এখন বলছে পৌরসভা নির্বাচনের পর আন্দোলন হবে। ওই আন্দোলনে আমরা ভয় পাই না।
আন্দোলন করার কোনো মুরদ বিএনপির নেই।’
বিএনপি নির্বাচনের আগেই হেরে যায়-এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের সমস্যা হলো নির্বাচনে অংশগ্রহণের আগেই তারা হেরে যায়। নির্বাচনে অংশগ্রহণই করেনি। তার আগেই বলছে সুষ্ঠু হবে না, কারচুপি হবে। আগে নির্বাচন করেন। সিটি করপোরেশন নির্বাচনের দিন বিকেল বেলা পর্যন্ত তোতা পাখির মতো বলে যাচ্ছিল, সরকার সব দখল করে নিয়ে গেছে, নির্বাচন হবে না। পরে দেখা গেল, ৭টাতে জয়ী হয়েছে। কাজেই অংশগ্রহণের আগে হেরে যাবেন।’
রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয় শতবর্ষপূর্তি উদযাপন পরিষদের সহসভাপতি ডা. এ কে এম ডি আহসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন মাহী।