সমন্বিত ৮ ব্যাংকের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/02/15/bangladesh-bank.jpg)
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভূক্ত সমন্বিত ৮ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ২০১৯ সাল ভিত্তিক ‘অফিসার সাধারণ’ পদে (১০ম গ্রেড) এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে গতকাল সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফলাফল প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের ৮ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ২০১৯ সাল ভিত্তিক ‘অফিসার-সাধারণ’ (১০ম গ্রেড) এর ২ হাজার ৪৭৮টি শূন্য পদে গত ২১ জানুয়ারি, ২০২২ তারিখে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৭৭৭ জন।
সোনালী ব্যাংক ৭৫৮টি, জনতা ব্যাংক ১২১টি, রূপালী ব্যাংক ৬৯টি, বিডিবিএল ৩টি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ৫৭টি, বিকেবি ১ হাজার ৪৪০টি, রাকাব ৩টি ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ২৭টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
এছাড়া লিখিত পরীক্ষার তারিখ, সময়সূচী ও কেন্দ্র পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।
সূত্র: বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট-
(https://erecruitment.bb.org.bd/career/jobopportunity_bscs.php)।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে