মেহেরপুরে কুপিয়ে কৃষককে হত্যা, আহত ৬
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/02/18/meherpur.jpg)
গাংনী থানা। ছবি : সংগৃহীত
মেহেরপুরের গাংনী উপজেলার হগোলবাড়িয়া গ্রামে এক কৃষককে কুপিয়ে হত্যা ও ছয় জন আহতের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
হত্যার শিকার কৃষকের নাম সাদেক আলী (৬৫)। আহতরা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাদেক আলী সকালে জমিতে কাজ করছিলেন। এ সময় খায়রুল ও মতিয়ার পক্ষের লোকজন তাঁর ওপর হামলা করে। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই সাদেক আলীর মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও মামলার প্রক্রিয়া চলছে।’