দায়িত্ব পালনে কোনো রাজনৈতিক চাপ নেই : সিইসি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/03/01/savar-pic.jpg)
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সমোঝোতায় আসা হবে জানিয়ে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমাদের দায়িত্ব পালনে কোনো রাজনৈতিক চাপ নেই।
আজ মঙ্গলবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় সিইসি বলেন, আমাদের দায়িত্ব কী—সেটি নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না।
সমঝোতার প্রশ্নে সিইসি বলেন, কীভাবে সেটি করা যাবে, আমরা আমাদের সহকর্মীদের সঙ্গে মিটিং করে, নিজেদের মধ্যে আলোচনা করব। আমরা কীভাবে এগোব, সে বিষয়ে আমাদের আরও চিন্তাভাবনা করতে হবে। সেটি যথা সময়েই সবাইকে জানানো হবে।
রাজনৈতিক কোনো চাপ আছে কি না, এমন প্রশ্নে সিইসি বলেন, আমার নিজেরই উচ্চ রক্তচাপ রয়েছে৷ এর সাথে আর একটু দায়িত্বের চাপ যুক্ত হয়েছে। হয়তো আগে রাস্তায় হেঁটে বেড়াতাম কিন্তু এখন সেটা কমে যাবে। পায়ে শিকল পড়ে গেছে।
রাজনৈতিক চাপ প্রসঙ্গে সিইসি আরও বলেন, এটার কোনো প্রশ্নই আসে না। এ ধরনের কোনো চাপ আমাদের নেই। আমরা স্বাধীনভাবে কাজ করি, স্বাধীনভাবে কাজ করব। সফলতা কী হয়, সেটা সবাইকে জানাব। যেহেতু আগামী নির্বাচনের দায়িত্বটা এসেছে, তাই আমরা কীভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করব—সে বিষয়ে নিজেদের মধ্যে আমরা আলোচনা করব। এখনই কিছু বলতে পারব না।
এর আগে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বেদির সামনে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন। পরে সিইসি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম খান, ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, ঢাকা জেলা ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী, জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মুনির হোসাইন খান, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম প্রমুখ।