‘নারীরা অযোগ্য নয়, নারীদের সম্মান করুন’
আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীদের অধিকার আন্দোলনের স্মরণে প্রতিবছর এই দিনে নারী দিবস পালন করা হয়। নারীর প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শনের পাশাপাশি সর্বস্তরে নারীর সমঅধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নারী দিবসের সূচনা হয়েছিল।
নারীদের প্রতি শ্রদ্ধা, তাদের কাজের স্বীকৃতি দেওয়ার সঙ্গে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদযাপনই নারী দিবসের মূল লক্ষ্য। এ বছরের নারী দিবসে জাতিসংঘের স্লোগান ‘নারীর সুস্বাস্থ্য ও জাগরণ’।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এই দিনটি বিশেষভাবে পালন করা হয়। বাংলাদেশে এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য হলো ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’। নারীর প্রতি সবরকম বৈষম্য ও অন্যায়-অবিচারের অবসান ঘটিয়ে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বিশ্ব গড়ার কাজে পুরুষের সমান অবদান রাখার প্রত্যয় নিয়ে নারীর এগিয়ে চলা আরও বেগবান হওয়ার প্রত্যাশা সবার।
তবে শুধু নারী দিবসেই নয়, প্রতিদিনই নারীকে সম্মান জানানোর আহ্বান জানালেন বাংলাদেশের স্বর্ণজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। একই সঙ্গে নারীদের অযোগ্য না ভেবে সাপোর্ট দেওয়ার আহ্বান জানালেন মাবিয়া।
এনটিভি অনলাইনের সঙ্গে আলাপে মাবিয়া আক্তার সীমান্ত বলেন, ‘এই সময়ে আমরা মেয়েরা অনেক স্বাধীন। আমরা এখন চাইলেই নিজেদের ইচ্ছাগুলো পূরণ করতে পারছি। আমাদের পরিবারও আমাদের ইচ্ছাগুলোর প্রাধান্য দিচ্ছে। আমরা মেয়েরা বিভিন্ন বিভাগে ভালো ফল আনছি, উচ্চপর্যায়ে কাজ করছি। তবে মাঝে মধ্যে যেসব অপ্রীতিকর ঘটনাগুলো ঘটে এসব ঘটনার জন্য আমি বলব, কিছু ভুল আমাদেরও আছে, কিছু ভুল আমাদের পরিবারের আছে, আর যারা করছে তাদেরও আছেই। এখন স্বাধীনতার চেয়ে, দেখতে হবে আমরা কতটা নিরাপদ। রাস্তায় বের হলে একটা মেয়ে কতটা নিরাপদ সেটা আগে দেখা উচিত এবং সেটা আমারদেরই তৈরি করতে হবে। এ জন্য সবার মানসিকতার পরিবর্তন আনা উচিত।’
প্রতিটি নারীকে নিজ নিজ লক্ষ্যে অটুট থাকার আহ্বান জানিয়ে মাবিয়া বলেন, ‘মেয়েদের এগিয়ে যেতে হলে আমি বলব, প্রতিটি মেয়েকে নিজের লক্ষ্যে অটুট থাকতে হবে। কোনো কিছু অর্জন করতে হলে নিজের চেষ্টা করতে হবে, মনোবল থাকতে হবে। এ ক্ষেত্রে বলব আমাদের আশপাশের জায়গাও ঠিক হতে হবে। সেটা বাবার বাড়ি হোক, আর স্বামীর বাড়ি হোক। পরিবার যদি সাহায্য না করে, তাহলে আমরা নিজেদের লক্ষ্যে এগিয়ে যেতে পারব না।’
সেই সঙ্গে শুধু নারী দিবস নয়, প্রতিটি দিনই নারীদের সম্মান জানানোর আহ্বান জানালেন এই স্বর্ণজয়ী তারকা, ‘নারী দিবসের কথা বললে, আমি মনে করি ওই একটা দিনই নারীদের জন্য না। প্রতিদিনই নারী দিবস। প্রতিদিনই নারীদের সম্মান করা উচিত। একদিন সম্মান করব, বাকি ৩৬৪টি দিন নারীদের সেভাবে সম্মানের চোখে দেখব না— সেটা তো কাম্য নয়। তবে হ্যাঁ, আনুষ্ঠানিক একটি দিন থাকা উচিত, তবে প্রতিদিনই নারীদের সম্মান করুন। আমরা কখনও ভাবব না নারী অযোগ্য, সে পারবে না। এসব না ভেবে নারীকে প্রতিটি দিন ভালোবাসুন ও শ্রদ্ধা করুন।’