ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন আরও দুই ক্রীড়াবিদ

ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের দুজন ক্রীড়াবিদ। আলবোরজ প্রদেশের ইরানি বক্সার রুহুল্লাহ সালেক এবং লোরিস্তান প্রদেশের কারাতে খেলায়াড় ও প্রশিক্ষক হেলেনা ঘোলামি নিহত হয়েছেন। ইসরায়েলি ভূখণ্ডে চালানো এসব প্রাণঘাতী হামলাকে ইরান অভিহিত করেছে ‘নির্মম আগ্রাসন’ বলে। খবর তেহরান টাইমসের।রুহুল্লাহ সালেকের মৃত্যুতে ইরান বক্সিং ফেডারেশন এক বিবৃতি দিয়েছে। তাতে তারা অবৈধ ও শিশু...