ইতিহাস গড়ে উইম্বলডন জয় সিওনতেকের

ইগা সিওনতেক এর আগে ক্যারিয়ারে ৫টি গ্র্যান্ড স্লাম জিতেছেন। তবে উইম্বলডন ফাইনালটা ছিল তার জন্য বিশেষ, ক্যারিয়ারে প্রথমবারের মতো ফইনালে উঠেই ট্রফিটা হাতে তুললেন। গতকাল শনিবার (১২ জুলাই) যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভাকে ৬-০, ৬-০ গেমে হারিয়ে ইতিহাস গড়েছেন এই পোলিশ তারকা। সিওনতেক এর আগে কোন গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে হারেননি, আর এবার যা করলেন তা তো অবিশ্বাস্য।উইম্বলডনের নারী এককের ফাইনালে দুজনই...