সুপ্রিম কোর্ট বারে দুটি পদে নির্বাচন করবে লইয়ার্স কাউন্সিল
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে সহ-সভাপতি ও সহ-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল। সহ-সভাপতি পদে মঈন উদ্দিন ফারুকী এবং সহ-সম্পাদক পদে আব্দুল করিম নির্বাচন করবেন।
গতকাল বুধবার রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় সুপ্রিম কোর্ট বারের নির্বাচন উপলক্ষে লইয়ার্স কাউন্সিল মনোনীত দুজন প্রার্থীর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আগামী নির্বাচনে পূর্ণ প্যানেলে নির্বাচন করবে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল—সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এমন আশাবাদ ব্যক্ত করেন।
লইয়ার্স কাউন্সিলের নির্বাচনি সভায় উপস্থিত হয়ে বিএনপি-সমর্থিত নীল প্যানেলের সভাপতি প্রার্থী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল এবং সম্পাদক প্রার্থী—বারের বর্তমান সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ভোট প্রার্থনা করেন।
ব্যারিস্টার কাজল বলেন, ‘গত দুই বছর নির্বাচিত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। দীর্ঘদিন ধরে আমাদের ঐক্য গড়ে উঠেছে। আমাদের নীতি আদর্শ এক। আমরা কোনোভাবে যাতে ক্ষতিগ্রস্ত না হই, সেজন্য সম্মিলিতভাবে কাজ করব।’
নির্বাচনি সভায় আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্ট বারের বর্তমান সহ-সভাপতি জালাল উদ্দীন. লইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান আকন্দ, সুপ্রিম কোর্ট শাখার সভাপতি গিয়াস উদ্দিন মিঠু, সুপ্রিম কোর্ট শাখার সহ-সম্পাদক, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক সাইফুর রহমান, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সভাপতি ড. গোলাম রহমান, ঢাকা বারের সহ-সভাপতি এসএম কামাল উদ্দিন প্রমুখ।