পেছনে নয়, বিএনপিকে সামনে এগোতে হবে : গয়েশ্বর
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/03/10/gayeshwor.jpg)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আর পেছনে নয়, বিএনপিকে সামনের দিকে এগোতে হবে। ভোটাধিকার প্রতিষ্ঠা ও আইনের শাসন প্রতিষ্ঠায় একমাত্র পথ এই সরকারের পতন। পরিবর্তিত বিশ্বে বাংলাদেশের পরিবর্তন অনিবার্য, পরিবর্তন ঘটবে। এই সরকারও যাবে, সেদিন বেশি দূরে নয়। কাজটি যথাসময়ে হবে। এই অনিবার্য পতন আমাদের নিশ্চিত করতে হবে।
আজ বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে গরীব দুঃস্থ অসহায় নারী শিশু, পুরুষ ও প্রতিবন্ধীদের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর এসব কথা বলেন।
ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশে গয়েশ্বর বলেন, আমরা যেন রাস্তায় দাঁড়িয়ে আর মার না খাই। সেজন্য আমাদের চোখ-মুখের ভাষা প্রস্তুত রাখতে হবে। যেহেতু পেছনে যাওয়ার জায়গা নেই, সেহেতু একমাত্র কাজ হচ্ছে সামনে অগ্রসর হওয়া। সামনে যাওয়ার সুযোগ আছে। আমরা যদি সাহস নিয়ে ওদের সামনে দাঁড়াই, তখন গুলি করার সাহস পাবে না। প্রতিরোধ যা করার করেছে। আর কোনো প্রতিরোধ করার ক্ষমতা ওদের নেই।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, যারা দিন আনে দিন খায়, তাদের মধ্যে অভাব ও বেকারত্ব। কর্মসংস্থান বাড়ছে না, কর্মসংস্থানের সুযোগ নেই। মানুষ আয়ের পথ খুঁজে পাচ্ছে না। দুর্নীতি অর্থপাচারের মধ্য দিয়ে দেশের অর্থনীতি শূন্যের কোঠায়। আমাদের দেশে গ্যাসের অভাব। তারপরও ভারতে গ্যাস রপ্তানি করা হচ্ছে। সারা দেশে অভাব ও দুর্ভিক্ষ চলমান।
জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপি নেতা আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, শামসুর রহমান শিমুল বিশ্বাস, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আমিনুল হক, ছাত্রদলের রওনকুল ইসলাম, মামুন খান, আমিনুল ইসলাম, সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।