সাতকানিয়ায় দুই পক্ষের গোলাগুলিতে নিহত ১
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/12/30/photo-1451458687.jpg)
চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ভোট গ্রহণ চলাকালে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। তাঁর নাম নুরুল আমিন।
বিএনপি দাবি করেছে নুরুল যুবদল কর্মী ছিলেন এবং আওয়ামী লীগের দাবি করেছে যুবলীগের কর্মী ছিলেন।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সাতকানিয়া কলেজ কেন্দ্রের বাইরে দুই কাউন্সিলর পদপ্রার্থীর সমর্থকদের এ সংঘর্ষ হয় বলে জানিয়েছে পুলিশ।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) জুলুস খান পাঠান জানান, গোলাগুলির মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন নুরুল আমিন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এসআই আরো জানান, নুরুল আমিন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মো. জোবায়েরের সমর্থক।
এদিকে, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন জানান, নিহত নুরুল আমিন যুবদলের কর্মী ছিলেন।
অন্যদিকে মেয়র পদপ্রার্থী মো. জোবায়েরের প্রধান নির্বাচনী এজেন্ট ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, নুরুল আমিন তাঁদের যুবলীগ কর্মী ছিলেন।
তবে প্রত্যক্ষদর্শীরা জানান, নুরুল আমিন কোনো দল করেন না। সকালে তিনি ভোট দিতে এসেছিলেন।