বাংলাদেশ সব ধরনের নৌযান তৈরিতে সক্ষম : নৌপ্রতিমন্ত্রী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/03/29/narayanganj-pic.jpg)
বাংলাদেশ সব ধরনের নৌযান তৈরিতে সক্ষমতা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মাহমুদনগরে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
উপজেলার মাহমুদনগরে কর্ণফুলী শিপ বিল্ডার্সে বিআইডব্লিউটিএর জন্য চারটি ‘কাটার সাকশান ড্রেজার’ এবং মোংলা বন্দরের জন্য একটি ‘বয়া লিফটিং জাহাজ’ নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, জিয়া, এরশাদ ও খালেদা জিয়ার আমলে ২১ বছর বঙ্গবন্ধুর পরিবার নিয়ে যে অপপ্রচার চালানো হয়েছে, তার কোনো প্রমাণ তারা দিতে পারেনি। আর তারা শুধু লুটপাট করেছে, দেশকে কিছু দিতে পারেনি। ইউরোপে চাল-তেলের দাম অনেক বেড়েছে অথচ আমাদের দেশে হরতাল করে।
কর্ণফুলী ডকইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম এ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নৌপরিবহণ সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী, মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা প্রমুখ।