দেশে ফিরেছেন হাজী সেলিম
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/05/05/haji_selim.jpg)
দেশে ফিরেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিম। থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে দেশে ফেরেন তিনি। হাজী সেলিমের একান্ত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
হাজী সেলিম দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি। এ দণ্ড মাথায় নিয়েই গত শনিবার বিদেশে যান তিনি।
বিমানবন্দর সূত্র জানায়, থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে করে দেশে ফেরার পর হাজী সেলিমকে রিসিভ করেন তাঁর ব্যক্তিগত গাড়িচালক ও মদীনা গ্রুপের কর্মচারীরা।
গত শনিবার থাইল্যান্ডে যান হাজী সেলিম। এর দুদিন পর বিষয়টি জানাজানি হয়। পরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশিদ আলম খান এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি শুনেছি তিনি দেশের বাইরে গেছেন। কীভাবে গেছেন, তা জানা নেই। তবে, আদালতের অনুমতি ছাড়া কীভাবে বিদেশে গেলেন, তা আমরা আদালতের নজরে আনব।’
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের দেওয়া ১০ বছর কারাদণ্ড বহাল রেখে গত ৯ ফেব্রুয়ারি রায় প্রকাশ করেন হাইকোর্ট।
দুদকের আইনজীবী খুরশীদ আলম একটি বেসরকারি টেলিভিশনে বলেন, ‘সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় হাজী সেলিমের সংসদ সদস্য পদ আর নেই। একজন সাজাপ্রাপ্ত আসামি বিদেশ যেতে পারেন না। তাঁর তো আত্মসমর্পণ করার কথা।’
যেহেতু সর্বোচ্চ আদালত হাজী সেলিমকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার আদেশ দিয়েছেন, সেহেতু তিনি কোনোভাবেই দেশত্যাগ করতে পারেন না বলে মনে করছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী (মানিক)।
রোববার বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী বলেন, ‘সর্বোচ্চ আদালত তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার আদেশ দিয়েছেন। এ অবস্থায় তিনি কোনোভাবেই দেশত্যাগ করতে পারেন না। যারা তাঁকে দেশত্যাগে সাহায্য করেছেন, তাঁরা বড় অপরাধ করেছেন।’