জামালপুরে স্কুল ছাত্রীর আত্মহত্যা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/05/15/jamalpur_t.jpg)
জামালপুরের মেলান্দহে ‘বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায়’ এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। গতকাল শনিবার রাতে এই ঘটনা ঘটে। আজ রোববার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে ওই ছাত্রীর মা থানায় অভিযোগ করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বুরুঙ্গা এলাকার এক যুবকের সঙ্গে এসএসসি পরীক্ষার্থী ১৬ বছর বয়সী ওই স্কুল ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের বিষয়টি জানাজানি হলে গত এক মাস ধরে দুই পরিবারের মধ্যে বিয়ের আলাপ-আলোচনা চলছিল। কিন্তু, ছেলের পরিবার কয়েকদিন আগে বিয়ের ব্যাপারে আপত্তি জানায়।
গতকাল শনিবার দুপুরে ওই যুবক দেখা করার জন্য স্কুল ছাত্রীকে ফোন করে ডেকে নেন। এরপর সন্ধ্যায় বাড়ি ফিরে স্কুল ছাত্রী বিষপান করেন।
বিষপান করলে পরিবারের সদস্যরা ওই স্কুল ছাত্রীকে প্রথমে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
অবস্থার অবনতি হওয়ায় জামালপুর থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতে ওই ছাত্রীর মৃত্য হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, খবর পেয়ে আজ রোববার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত স্কুলছাত্রীর মা থানায় অভিযোগ দায়ের করেছেন।