ময়মনসিংহে তথ্য মন্ত্রণালয়ের আয়োজনে কর্মশালা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/06/02/mymen.jpg)
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা সার্কিট হাউজে কর্মশালার আয়োজন করে। ছবি : সংগৃহীত
ময়মনসিংহে ‘উচ্চ আদালতে বিচারাধীন সরকারি স্বার্থ সংশ্লিষ্ট মামলা চিহ্নিতকরণ, করণীয় এবং মামলা পরিচালনায় আইনিধাপ’ নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা সার্কিট হাউজের ভিআইপি সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই কর্মশালা আয়োজন করে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা বেগম প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. জসীম উদ্দিন শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা (জেলা জজ) মো. সাইদুর রহমান গাজী।
ময়মনসিংহ বিভাগের চারটি জেলা তথ্য অফিস, আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি), বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার উপকেন্দ্রের কর্মকর্তাগণ কর্মশালায় অংশ নেন।