বিপিসি প্রতিদিন শত কোটি টাকা লোকসান দিচ্ছে : জ্বালানি প্রতিমন্ত্রী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/06/14/nasrul_hamid.jpg)
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘বিশ্বে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। ফলে, বিপিসিকে প্রতিদিন শত কোটি টাকা লোকসান দিতে হচ্ছে। প্রশ্ন হলো, লোকসানটা কে নেবে? তবে গ্রাহকরা কোনো চাপে পড়ুক, সরকারও তা চায় না।’
বিদ্যুৎ ভবনে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিপিএমআই) আয়োজিত এক অনুষ্ঠান শেষে আজ মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন জ্বালানি প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা এই সময়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করবো কি না, সেটা আগে ভাবতে হবে। এ নিয়ে কাজ করছে সরকার। আমরা চাই না গ্রাহকরা দুর্ভোগে পড়ুক।’
অপর এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, ‘সরকার চায় দক্ষিণাঞ্চলে মানুষের ভাগ্য উন্নয়ন করতে। পায়রা বন্দর শুধু একটু বন্দর নয়, পায়রা কেন্দ্র করে বিশাল কর্মযজ্ঞ চলছে।’
‘দেশের উন্নয়নের জন্য সারা দেশে কানেকটিভিটি দরকার’ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘সারা দেশে কানেকটিভিটি করতে কাজ করে যাচ্ছি। পদ্মা সেতু দিয়ে গ্যাস সঞ্চালন লাইন নেওয়া হয়েছে। অন্যদিকে, ভোলার গ্যাস কীভাবে বরিশাল হয়ে খুলনা নেওয়া যায়, সে লক্ষ্যে কাজ চলছে।’
এসময় বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান, বিপিএমআই রেক্টর মো. মহসিন চৌধুরী, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।