গাজীপুরে এসির কম্প্রেসার বিস্ফোরণে নিহত ২
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/07/24/bc233ddf-gazipur-thana.jpg)
গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ার বোরকান এলাকায় এলিগ্যান্ট গ্রুপের ক্যাসিওপিয়া ফ্যাশন লিমিটেডে এসির কম্প্রেসার বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ওই কারখানার জেনারেটর কক্ষে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহতরা হলেন প্রতিষ্ঠানটির এসি টেকনিশিয়ান সাগর (২২) ও এসি কোম্পানির সোহেল। নিহত সাগর কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার কালিদাসপুর গ্রামের মতিউর রহমানের ছেলে। অপর নিহত সোহেল আমেরিকান এসি মেরামতকারী প্রতিষ্ঠানের কর্মী।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) এস এম আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতরা এসি মেরামতের কাজ করছিলেন। এ সময় আকস্মিক কম্প্রেসার বিস্ফোরণে তাদের দেহের আংশিক ছিন্নভিন্ন হয়ে যায়। পরে ঘটনাস্থলেই মারা যান তারা। এ ঘটনায় কেউ আহত হননি। তাদের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরিত এসিটি ‘ক্যারিয়ার’ কোম্পানির, যা পাঁচ টন।