দেশে রাজনৈতিক সংস্কার জরুরি : ন্যাপ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/07/26/nap.jpg)
দেশের চলমান সংকট থেকে উত্তরণে রাজনৈতিক সংস্কার জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া। তিনি বলেছেন, রাজনৈতিক সংস্কৃতি, নির্বাচনপদ্ধতি, প্রয়োজনে সংবিধান সংশোধন করে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার করে জনগণের অধিকার সুরক্ষিত করতে হবে।
আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় দলের প্রতিষ্ঠাতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন গোলাম মোস্তফা।
ন্যাপের মহাসচিব বলেন, ‘দেশে উদার গণতান্ত্রিক প্রক্রিয়া ক্রমেই সংকুচিত হয়ে পড়ছে। শাসনব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। এভাবে চলতে থাকলে দেশ অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে। তাই রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মতামতের ভিত্তিতে রাষ্ট্র ও রাজনীতিকে সংস্কার করতে হবে।’
গোলাম মোস্তফা ভূঁইয়ার সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, জাসদ উপদেষ্টা এনামুজ্জামান চৌধুরী, দলের ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মিতা রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. আমজাদ হোসেন, ডিমলা উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যানপ্রার্থী মোফাক্কারুল ইসলাম পেলাব, ঢাকা মহানগর সহসভাপতি শফিকুল আলম শাহীন, প্রচার সম্পাদক বাদল দাস, সম্পাদক আনোয়ারা বেগম প্রমুখ।