ব্রাহ্মণবাড়িয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সমাবেশ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/08/04/brahmanbaria.jpg)
ব্রাহ্মণবাড়িয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী বাল্যবিবাহের বিরুেদ্ধ শপথ গ্রহণ করে।
আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার রাধিকায় লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল একাডেমি স্কুল অ্যান্ড কলেজে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকারের অংশীদারত্বে এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ব্রিটিশ কাউন্সিল বাস্তবায়িত প্লাটফর্মস ফর ডায়ালগ (পিফরডি) প্রকল্পের অধীনে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও।
সমাবেশে প্রতিষ্ঠানের অধ্যক্ষ নিয়াজ মোহাম্মদ কাজলের সভাপতিত্বে বক্তব্য দেন ডিপিএফের সভাপতি মোহাম্মদ আরজু মিয়া, সদস্য এসএম শাহিন, পৌর কাউন্সিলর নিলুফা ইয়াসমিন, পিফরডি প্রকল্পের ব্রাহ্মণবাড়িয়া জেলা ফ্যাসিলিটেটর খোদেজা বেগম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক আল-আমিন শাহীন।