১৯তম সংসদ অধিবেশন শুরু ২৮ আগস্ট
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/08/11/shongshod.jpg)
জাতীয় সংসদ ভবন। ছবি : সংগৃহীত
আগামী ২৮ আগস্ট একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু হবে। আজ বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২৮ আগস্ট রোববার বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন আহ্বান করেছেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।