২০ আগস্টকে নদী ভাঙন প্রতিরোধ দিবস ঘোষণার দাবি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/08/20/chandpur-river-pic.jpg)
২০ আগস্টকে জাতীয়ভাবে ‘নদী ভাঙন প্রতিরোধ দিবস’ ঘোষণার দাবি তুলেছেন চাঁদপুরবাসী। আজ শনিবার এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুরের হাইমচর সরকারি কলেজ মাঠসংলগ্ন নদী তীরে এই সভা অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ মো. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে হাইমচর ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত সভায় বক্তব্য দেন দৈনিক আজকের পত্রিকার সহকারী সম্পাদক বিভূরঞ্জন সরকার, রিভারইন পিলের মহাসচিব শেখ রোকন, নেক্সাস টেলিভিশনের কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর আমিন আল রশীদ, নদী ভাঙন প্রতিরোধ সংগ্রাম দিবসের সংগঠক হাসান আলী, হাইমচর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি শাহাদাত মিয়াজী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৯৮৮ সালের ২০ আগস্ট চাঁদপুরের হাইমচর উপজেলায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ নদী ভাঙন হয়েছিল। সেদিন হাইমচরের হাজার হাজার মানুষ নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছিলেন। এরপর থেকেই চাঁদপুরসহ সারা দেশে একযোগে নদী ভাঙন প্রতিরোধে সংগ্রাম শুরু হয়েছিল। যার ফলশ্রুতিতে চাঁদপুরে নদী ভাঙন প্রতিরোধে একের পর এক প্রকল্প বাস্তবায়িত হয়েছে।
ওই দিনটিকে স্মরণে রেখে এখন থেকে ২০ আগস্টকে জাতীয়ভাবে নদী ভাঙন প্রতিরোধ সংগ্রাম দিবস ঘোষণার দাবি জানান বক্তারা।