দেশে ৩২ কোটি ৩১ লাখ ডোজ করোনার টিকা এসেছে : স্বাস্থ্যমন্ত্রী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/08/29/jahed-malik.jpg)
সংসদে বক্তব্য দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি : এনটিভি
দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসের টিকার ৩২ কোটি ৩১ লাখের বেশি ডোজ আনা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর মধ্যে বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৪ কোটির বেশি।
আজ সোমবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য আলী আজমের প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনাভাইরাস প্রতিরোধকল্পে- এ পর্যন্ত (২০২২ সালের ২২ আগস্ট) ৩২ কোটি ৩১ লাখ ৯ হাজার ৫০০ ডোজ টিকা আমদানি করা হয়েছে। ২২ আগস্ট পর্যন্ত ১২ কোটি ৯৮ লাখ ৬০ হাজার ৫৭৮ জনকে প্রথম ডোজ, ১২ কোটি ১০ লাখ ৬৭ হাজার ৭৪০ জনকে দ্বিতীয় ডোজ ও চার কোটি ২৭ লাখ ৬৯ হাজার ৭৭৭ জনকে তৃতীয় ডোজ (বুস্টার) টিকা দেওয়া হয়েছে।