ভৈরবে ৫ মিষ্টির দোকান ও রেস্তোরাঁকে জরিমানা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/09/04/bhoirab-news-pic.jpg)
কিশোরগঞ্জের ভৈরবে পাঁচটি মিষ্টির দোকান ও রেস্তোরাঁকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুরে ভৈরব বাজার লঞ্চঘাট ও রেলওয়ে স্টেশন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
রেস্তোরাঁ, মিষ্টির দোকান ও কারখানায় অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানগুলোকে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করা, মূল্যতালিকা না থাকা এবং ব্যবহৃত জগ-গ্লাস ও খাবার পানি খুবই নিম্নমানের হওয়ায় ভৈরব বাজার সাধু মিয়ার গলির হোটেল আহাদের স্বত্বাধিকারী শাহিন মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি হোটেলটি বন্ধ করে সাময়িকভাবে সিলগালা করা হয়।
এদিকে, লঞ্চঘাট এলাকার বাদশা ও নিরালা হোটেলমালিককে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে একটি হোটেলের মালিক সুজন মিয়াকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং রেলওয়ে স্টেশনের হানিফ মিষ্টান্ন ভাণ্ডারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।