দায়িত্ব নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢাকা মহানগর দায়রা জজের ফুলেল শ্রদ্ধা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/09/10/md.-achaduzzaman.jpg)
দায়িত্ব নেওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা মহানগর দায়রা জজ হিসেবে নিয়োগ পাওয়া মো. আছাদুজ্জামান। আজ শনিবার বেলা ১১টার দিকে ধানমণ্ডি ৩২ নম্বরে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন এবং বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে তাঁর পরিবারের নিহত সকল সদস্যের আত্মার শান্তি কামনা করে দোয়া করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করে সেখানে রাখা বইয়ে মন্তব্য লিখেন মো. আছাদুজ্জামান। এ সময় তাঁর সহধর্মিণী উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম চৌধুরী, অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদের, অতিরিক্ত মহানগর দায়রা জজ ফাতেমা ফেরদৌস, অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার, যুগ্ম মহানগর দায়রা জজ আমিরুল ইসলাম, যুগ্ম মহানগর দায়রা জজ মো. আল আমিন, মো. তসরুজ্জামান, মো. আফতাবুজ্জামান, ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ ও আরাফাতুর রাকিব প্রমুখ।
গত ৭ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ হিসেবে যোগদান করেন বিচারক মো. আছাদুজ্জামান। তিনি সর্বশেষ রাজশাহীর জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2022/09/10/md.-achaduzzaman-2.jpg)
গত ৩১ আগস্ট আইন ও বিচার বিভাগের উপসচিব শেখ গোলাম মাহবুব স্বাক্ষরিত মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটের মহানগর দায়রা জজ মো. আব্দুর রহিমকে রাজশাহীতে, ময়মনসিংহ জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিনকে কুমিল্লায়, খুলনা প্রশাসনিক ট্রাইব্যুনালের বিচারক শেখ আব্দুল আহাদকে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ দেওয়া হয়।
আইন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ঢাকা মহানগর দায়রা জজ হিসেবে নিয়োগ পাওয়া মো. আছাদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৬ সালে এলএলবি (সম্মান) ও ১৯৮৭ সালে এলএলএম শেষ করে ১৯৯১ সালে দশম বিসিএস পরীক্ষার মাধ্যমে জুডিশিয়াল সার্ভিসে যোগদান করেন।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2022/09/10/md.-achaduzzaman-3.jpg)
কর্মজীবনে মো. আছাদুজ্জামান কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, ঠাকুরগাঁও এবং বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক, পাবনা ও রাজশাহীতে সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি খুলনা এবং নওগাঁ জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।
গত ৩১ জুলাই ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। এরপর থেকে প্রায় একমাস ঢাকা মহানগর দায়রা জজের পদটি শূন্য ছিল।