সরকারের বিরুদ্ধে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে : মির্জা আজম
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, সরকারের বিরুদ্ধে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবিলার জন্য আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
আজ শনিবার সকালে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা আজম একথা বলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু প্রমুখ।
পরে আগামী ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।