সাড়ে ৬ ঘণ্টা পর সাজেক পথে ঘুরল চাকা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/10/05/sajek-road-pic-11.jpg)
রাঙামাটির সাজেকের পথে পাহাড় ধসে আজ বুধবার সকাল থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর সকাল ৮টা থেকে সড়ক মেরামতে নেমে পড়েন সেনা সদস্যরা। সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় দুপুর আড়াইটায় ফের শুরু হয় পর্যটন উপত্যকা সাজেক সড়কে যান চলাচল। এ সময়ে প্রায় পাঁচ হাজার পর্যটক দুর্ভোগে পড়ে।
জানা গেছে, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত বিখ্যাত পর্যটনকেন্দ্র সাজেকে মঙ্গলবার রাতের অতিবৃষ্টির কারণে পাহাড় ধসে বুধবার সকাল থেকে যানচলাচল বন্ধ হয়ে যায়। রাতে বা ভোরের যেকোনো এক সময় শুকনা নন্দরাম পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ বলেন, ‘সকালে বিষয়টি আমরা জানতে পেরেছি। আমাদের সাজেক এলাকায় প্রায় ছোটবড় ১১২টি কটেজ আছে। সব মিলে প্রায় চার হাজার পর্যটক থাকতে পারেন। ছুটির কারণে পুরোটাই বুকিং ছিল।’
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার জানান, ‘গতকাল রাতে পাহাড়ের বেশ বড় অংশ ধসে পড়ে। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সেখানে কোন বসতি না থাকায় ঠিক কখন ধ্বসে পড়েছে, তা জানা যায়নি। সকালে সড়কটিতে যানচলাচল শুরু হলে তখনই জানা যায় পাহাড় ধসের বিষয়টি। তাৎক্ষণিক সেনাবাহিনীর একটি টিম রাস্তা থেকে মাটি সরানোর কাজ শুরু করে এবং তাদের প্রাণান্ত চেষ্টায় প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর যানচলাচল শুরু হয়।’