ঝিনাইদহে নিখোঁজের ৫ দিন পর যুবকের মরদেহ উদ্ধার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/10/09/jhenaidah_deadbody_0.jpg)
ঝিনাইদহে নিখোঁজের পর হাফিজুর রহমানের মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি : এনটিভি
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি রিশখালী গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে হাফিজুর রহমানের (৩০)। আজ রোববার বিকেলে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
হরিণাকুন্ডু সার্কেলের সহকারী পুলিশ সুপার (এসপি) অমিত বর্মণ এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার বিকেলে এলাকার কয়েকজন কৃষক কাজ করতে যান। এসময় তাঁরা মাটিতে পুঁতে রাখা পা দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা গিয়ে মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় তাঁর হাত ও তার দিয়ে বাঁধা ছিল এবং দেহ পলিথিনে মোড়ানো ছিল।
জানা যায়, গত বুধবার ৫ অক্টোবর বাড়ি থেকে বের হয়ে পূজা দেখতে গিয়ে নিখোঁজ হন হাফিজুর রহমান। পরে সংশ্লিষ্ট থানায় নিহতের স্বজনরা একটি সাধারণ ডায়েরি করেন।