মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা রিমান্ডে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/11/06/mhilaa-dl_0.jpg)
প্রধানমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগে জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এই আদেশ দেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে হাজির করে সাতদিন রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম। আবেদনের প্রেক্ষিতে বিচারক দুই দিনের রিমান্ডের আদেশ দেন।
এদিকে, বিএনপির বরিশালের সমাবেশ শেষ করে আজ রোববার লঞ্চে ঢাকায় ফেরেন সুলতানা আহমেদ। সকালে লঞ্চ ঘাট থেকে বাসায় আসার পথে টিকাটুলি থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব তাকে আটক করে।
সুলতানা আহমেদের আটকের সংবাদ জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। সুলতানা আহমেদের স্বামী তৌফিক আহমেদের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন তিনি।