জ্যেষ্ঠ সচিব মাসুদ বিন মোমেনের চুক্তি বাড়াল সরকার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/11/16/maasud-bin-meaamen.jpg)
মাসুদ বিন মোমেন। ফাইল ছবি
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাসুদ বিন মোমেনকে চুক্তিতে একই পদে আবারও নিয়োগ দিয়েছে সরকার। অবসরোত্তর ছুটি এবং এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে এ নিয়োগ পেয়েছেন তিনি।
আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, পররাষ্ট্র ক্যাডারের এই কর্মকর্তার অবসরোত্তর ছুটি এবং এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে আগামী ৬ ডিসেম্বর বা যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য সিনিয়র সচিব পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।