ব্রাহ্মণবাড়িয়ায় দা-কুড়াল দিয়ে কুপিয়ে নার্সকে হত্যার চেষ্টা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/11/29/braahmnnbaarriyyaa.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সুমি আক্তার (২৩) নামের এক নার্সকে কুড়াল ও দা দিয়ে কুপিয়েছে অজ্ঞাতনামা এক যুবক। সোমবার সন্ধ্যায় উপজেলা সদরের চকবাজার ব্রিজের পূর্ব গোড়ায় এই হামলার ঘটনা ঘটে।
আহত সুমি উপজেলার সোনারামপুর গ্রামের মাইনুদ্দিন মিয়ার মেয়ে। সে স্থানীয় বেসরকারি ইসলামি হাসপাতালের নার্স হিসেবে কর্মরত।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় সুমি হাসপাতাল থেকে ডিউটি শেষ করে বাড়ি যাওয়ার পথে চকবাজার ব্রিজের সামনে অজ্ঞাতনামা ওই যুবক ধারালো দা ও কুড়াল দিয়ে সুমিকে এলোপাতাড়ি কোপায়। বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয়রা এগিয়ে এলে ওই দুর্বৃত্ত হামলায় ব্যবহৃত দেশীয় অস্ত্রগুলো ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা সুমিকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে দ্রুত বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়। তবে তার শরীরে আঘাতের ক্ষত গভীর হওয়ায় চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে।
এ বিষয়ে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলায় ব্যবহৃত দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করেছে। ঘটনার তদন্তের পাশাপাশি অজ্ঞাতনামা ওই যুবকের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। আহত সুমিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।