বিটিআরআই স্কুলে ‘পুনর্মিলনী’ অনুষ্ঠিত
‘ছড়িয়ে দিয়েছি তবু জড়িয়ে থাকি, স্মৃতি বাঁধন অটুট রাখি’ স্লোগানকে ধারণ করে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা হয়ে গেল শ্রীমঙ্গলের বিটিআরআই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। রোববার (২৪ ডিসেম্বর) বিদ্যালয়ের সম্মুখমাঠের বিশাল মঞ্চে জাতীয় সঙ্গীত পরিবেশনা এবং সাদা কবুতর উড্ডয়নের মাধ্যমে শুরু হয় ‘প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ড. ইসমাইল হোসেন। প্রধান অতিথি বক্তব্যের পর দিনব্যাপী এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প উন্নয়ন ইউনিটের (পিডিইউ) পরিচালক ড. একেএম রফিকুল হক।
প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠানের ১৪ সদস্য বিশিষ্ট আয়োজক কমিটির মুখপাত্র তহিরুল ইসলাম মিলন বলেন, বিদ্যালয়ের প্রথম এসএসসি ব্যাচ ১৯৮৪ সাল থেকে শুরু করে ২০২১ সালের এসএসসি ব্যাচসহ মোট ৪১ ব্যাচের ৫৭০জন প্রাক্তন শিক্ষার্থী এ অনুষ্ঠানে যোগদানের জন্য রেজিস্ট্রেশন করেছেন। সবাই এসেছেন। এমন একটি অনুষ্ঠান করতে পেরে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠানের গৌরবময় আকর্ষণ এ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সম্মাননা। তাদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় ক্রেস্ট, সম্মাননাপত্র এবং গায়ে পড়ার শাল। প্রাক্তন এবং বর্তমান মোট ৪১ জন শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে সম্মাননা গ্রহণ করেন শামসুল হক, মো. শাহ আলম, গৌরীবালা গোপ, দীজেন্দ্র লাল সিংহ, সাইফুল ইসলাম, জগদীশ গোস্বামী, হোসনে আরা বেগম, রীতা দত্ত প্রমুখ।
বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউটের (বিটিআরআই) তত্ত্বাবধানে পরিচালিত বিটিআরআই উচ্চ বিদ্যালয়টি ১৯৭৯ সালে প্রতিষ্ঠা হয়।