নিকুঞ্জে কলেজ হোস্টেলে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/12/29/college.jpg)
ছবি : সংগৃহীত
রাজধানীর নিকুঞ্জের সিটি সেন্টার স্কুল অ্যান্ড কলেজের হোস্টেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা ৫৫ মিনিটে এ ঘটনার সূত্রপাত। তবে, কী কারণে তা এখনও জানা যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার এসব তথ্য জানান।
রোজিনা বলেন, ‘নিকুঞ্জ সিটি সেন্টার স্কুল অ্যান্ড কলেজের হোস্টেল ১৪ তলা ভবনের নবম তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে প্রথমে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তারপর একে একে অন্য ইউনিটগুলো সেখানে যায়।’
রোজিনা আক্তার জানান, আমরা প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানতে পারিনি। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।