যাত্রাবিরতিতে চীনা পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/01/10/china.jpg)
যাত্রাবিরতিতে চীনা পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় নামলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন অভ্যর্থনা জানান। ছবি : পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরবরাহকৃত
চীনের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ছিন গ্যাং আফ্রিকার পাঁচ দেশ সফরের যাওয়া পথে বাংলাদেশে কয়েক ঘণ্টার যাত্রাবিরতিতে ঢাকায় নামেন। গতকাল সোমবার (৯ জানুয়ারি) দিনগত রাত ২ টার দিকে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রাত ২ টা ৭ মিনিটে বিমানবন্দরে চীনা পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন। সেখানে দুই পররাষ্ট্রমন্ত্রী কুশল বিনিময়ের পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বৈঠকে বসেন তারা।
চীনের পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি বেইজিং থেকে আফ্রিকার যাওয়ার পথে জ্বালানি সংগ্রহের জন্য ঢাকার বিমানবন্দরে নামে।