কুষ্টিয়া পৌর মেয়রের কার্যালয়ে চুরি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/02/26/kushtia-pourashava-pic-tham.jpg)
কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী নিজ কার্যালয়ে চুরির ঘটনায় জরুরি সংবাদ সম্মেলন করছেন। ছবি : এনটিভি
কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ে থাকা সিসি ক্যামেরার ডিভাইস, শিক্ষাবৃত্তির জন্য রাখা নগদ অর্থসহ বেশ কিছু ডকুমেন্ট খোয়া যায়।
আজ রোববার সকালে খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ, পিবিআই ও সিআইডি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে।
এদিকে চুরির ঘটনায় আজ দুপুরে পৌরসভার মেয়র আনোয়ার আলী জরুরি সংবাদ সম্মেলন করেন তাঁর কার্যালয়ে।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2023/02/26/kushtia-pourashava-pic-in.jpg)
কুষ্টিয়া পৌরসভার মেয়রের কার্যালয়ে চুরির ঘটনায় মডেল থানা পুলিশ, পিবিআই ও সিআইডি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করছে। ছবি : এনটিভি
চুরির ঘটনাটি পরিকল্পিত দাবি করে মেয়র অবিলম্বে জড়িতদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।