আরাভ খান নজরদারিতে আছেন : সেহেলী সাবরীন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/03/23/arav-khan-1.jpg)
পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান হত্যায় অভিযুক্ত দুবাইয়ে অবস্থানকারী আরাভ খান নজরদারিতে আছেন, তবে এখনো গ্রেপ্তার হননি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) আরাভ খানের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, যে সব দেশের সাথে বন্দি প্রত্যার্পণ চুক্তি আছে সেসব দেশের সাথে বন্দি বিনিময় করতে পারে বাংলাদেশ। পুলিশ কর্মকর্তা হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশ মিশন কাজ করছে।
এর আগে গত মঙ্গলবার (২১ মার্চ) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, পুলিশ কর্মকর্তা হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়নি।
তিস্তা নদীতে খাল খনন করে পানি সরিয়ে নেওয়ার ব্যাপারে বাংলাদেশের দেওয়া চিঠির জবাব সম্পর্কে জানতে চাইলে মহাপরিচালক জানান, সেই উত্তর এখনো আসেনি।