নরসিংদীতে ডাকাত সন্দেহে গণপিটুনি, একজন নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/02/16/photo-1455617657.jpg)
নরসিংদীর পলাশে ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার ভোররাতে পলাশ উপজেলার গজারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় ডাকাতদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি রামদা ও দুটি কাটাল উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম ইউসুফ মিয়া (২২)। তিনি পলাশের বালুরচরপাড়ার মধু মিয়ার ছেলে।
পলাশ থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান জানান, আজ ভোররাত সাড়ে ৩টার দিকে ১০-১২ জনের একদল ডাকাত পলাশের খাসওয়ালা পুকুরপাড়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। অস্ত্রসস্ত্র নিয়ে ডাকাতদলের সদস্যরা তালতলি এলাকার দিকে এগোচ্ছিল। এরই মধ্যে এলাকাবাসীর নিজ উদ্যোগে নেওয়া পাহারাদারদের নজরে আসে বিষয়টি। পরে তাদের চ্যালেঞ্জ করলে স্থানীয় পাহারাদারদের অস্ত্র উঁচিয়ে হুমকি দেয়। পরে গ্রামের লোক সংঘবদ্ধ হয়ে ডাকাতদের ধাওয়া দেয়। এদের মধ্যে ইউসুফ মিয়া নামের এক ডাকাতকে আটক করে পিটুনি দেয় গ্রামবাসী। খবর পেয়ে সকালে পুলিশ গুরুতর আহতবস্থায় ইউসুফ মিয়াকে ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।