শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে হত্যার অভিযোগ
রাজধানীর সেনানিবাসের কাছে মানিকদী এলাকায় শাহিদা আক্তার নিশি নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ তুলেছেন স্বজনরা।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে অসুস্থ হয়ে গেছে বলে নিশিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায় তাঁর শ্বশুরবাড়ির লোকজন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিশির মৃত্যুর পর থেকে তাঁর স্বামী সোহেল পলাতক।
শারীরিক নির্যাতন করে নিশিকে হত্যা করা হয়েছে অভিযাগ করে তাঁর বাবা বলেন, ‘আমার মেয়েকে আনতে গেল, কিন্তু তারা দিল না। তার পর এই রাতে তারে মাইরা হাসপাতালে পাঠাইছে। পাঠাইয়া আমারে ফোন করছে। আমি এর সুষ্ঠু বিচার চাই, আর কিছু না।’
নিশির পরিবার সূত্রে জানা যায়, কয়েক মাস ধরে নিশিকে শারীরিকভাবে নির্যাতন করছিল তাঁর স্বামী সোহেল। নির্যাতনের কথা শুনে নিশিকে আনতে সোহেলের বাসায় যান অভিভাবকরা। ওই সময় সোহেলের পরিবারের আশ্বাসে নিশিকে না নিয়েই বাসায় ফিরে যান তাঁর বাবা।
গতকাল রাতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে উপস্থিত থাকা ক্যান্টনমেন্ট থানার এক উপপরিদর্শক (এসআই) বলেন, ‘ডাক্তার বলেছে যে মারা গেছে। আমরা সুরতহাল করেছি। তাঁকে ঢাকা মেডিকেলে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে তাঁর গলায় একটা দাগ পাওয়া গেছে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলেই এটি হত্যা কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওই এসআই।