ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে হত্যা, স্বামী পলাতক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/04/19/braahmnnbaarriyyaa-strii-htyaa.jpg)
ব্রাহ্মণবাড়িয়ায় জান্নাতুল ফেরদৌসী (৩৫) নামে এক গৃহবধূকে নিজের বাসায় ছুরিকাঘাতে হত্যার অভিযোগে উঠেছে তার স্বামী কাউসার মোল্লার (৫০) বিরুদ্ধে। কাউসার মোল্লা অবসরপ্রাপ্ত সেনাসদস্য। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
আজ বুধবার (১৯ এপ্রিল) সকালে পৌর শহরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে ঘর থেকে ফেরদৌসীর মরদেহ উদ্ধার করেছে।
নিহত ফেরদৌসীর বাড়ি জেলার আখাউড়া উপজেলার গঙ্গাসাগর দিঘীরপাড় এলাকায়। ঘটনার পর থেকে স্বামী কাউসার মোল্লা পলাতক রয়েছে। তার বাড়ি সদর উপজেলার ঘাটিয়ারা গ্রামে।
ফেরদৌসীর পরিবারের সদস্যরা অভিযোগ করে জানান, কাউসার মোল্লা ও জান্নাতুল ফেরদৌসী শহরের কলেজপাড়ায় তিন সন্তান নিয়ে ভাড়াবাসায় থাকতেন। তবে কাউসার দীর্ঘদিন ধরে জুয়া ও পরকীয়ায় লিপ্ত রয়েছে। এসব নিয়ে প্রায়ই স্বামীর সঙ্গে ফেরদৌসীর ঝগড়া হতো। এরই জেরে আজ বুধবার সকালে কাউসার মোল্লা ধারালো ছুরি দিয়ে স্ত্রী জান্নাতুল ফেরদৌসীকে হত্যা করে। পরে সন্তানদের ঘরে আটকে রেখে পালিয়ে যান।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফেরদৌসীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’